সেঞ্চুরি জো রুটের কাছে নতুন কিছু নয়, আজ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি। তবুও এই সেঞ্চুরিটা ব্যতিক্রম জো রুটের কাছে, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।
দীর্ঘ ১২ বছর, ৩৪ ম্যাচ ও ৪৬ ইনিংস অপেক্ষার পর আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরির দেখা পেয়েছেন জো রুট। প্রথম দিন শেষে অপরাজিত আছেন ১৩৫ রান নিয়ে।
এই সেঞ্চুরি যতটা স্বস্তির জো রুটের, তেমনি ম্যাথু হেইডেনেরও। অ্যাশেজ শুরুর আগে এক পোডকাস্টে হেইডেন চ্যালেঞ্জ করে বসেন, রুট যদি সেঞ্চুরি না পান, তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি নগ্ন হয়ে হাঁটবেন।
তবে সাবেক এই অজি তারকাকে লজ্জায় ফেলেননি রুট। তার বিশ্বাস ধরে রেখে ব্রিসবেনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। বাঁচিয়ে দিয়েছেন হেইডেনের মান। মান বাঁচাচ্ছেন ইংল্যান্ডেরও।
পিংক বলের টেস্টে শুরুটা ভালো হয়নি থ্রি লায়ন্সদের। টসে হেরে ব্যাট করতে নেমে ২৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর জফরা আর্চারকে নিয়ে ৬১ রানের জুটি গড়ে প্রথম দিন শেষ করেছেন রুট।
রুটের এই জুটিতে ৩ শ’র ওপরে স্কোরের দেখা পায় ইংল্যান্ড। প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে। ২৬ বলে ৩২ রান করে অপরাজিত আছেন আর্চার, রুট দিন শেষ করেছেন ২০২ বলে ১৩৫ রানে।
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওপেনার জ্যাক ক্রলি, তার ব্যাটে আসে ৯৩ বলে ৭৬ রান। এছাড়া হ্যারি ব্রুক ৩১, বেন স্টোক ও উইল জ্যাক সমান ১৯ করে রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন স্টার্ক।
গোলাপি টেস্টে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বার বেশি উইকেট নিলেন বা হাতি এই পেসার। ৬ উইকেট নেয়ার পথে দারুণ এক রেকর্ড গড়েছেন স্টার্ক, বনে গেছেন টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা বাঁ হাতি পেসার।
পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে তার উইকেট সংখ্যা এখন ৪১৮ উইকেট। এর আগে ২০০১ সালে অবসর নেয়ার আগে ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নেন ওয়াসিম। ২৪ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক।



