বিশ্বকাপ শুরু বাংলাদেশের, টসে হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ শুরু বাংলাদেশের, টসে হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা
বিশ্বকাপ শুরু বাংলাদেশের, টসে হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা |পুরনো ছবি

বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে টেসে জিতে আগে ব্যাট করবে পাকিস্তান। খেলা শুরু হয়েছে বিকেল সাড়ে ৩টায়।

১৯৭৩ সালে শুরু হয় নারী বিশ্বকাপ। সময়ের হিসেবে পুরুষদেরও দুই বছর আগে শুরু হয় এই আসর। তবে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ২০২২ সালে, ১২তম আসরে।

আর এবার দ্বিতীয় আসরে খেলছে বাংলাদেশ দল। যেখানে প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে খেলছে তারা। এই ম্যাচ খেলেই নিগাররা উড়ে যাবেন ভারতে। আসরের বাকি ম্যাচগুলো সেখানেই খেলবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

একাদশ: ফারজানা হক, রুবায়া হায়দায়, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।