মুশফিকের পাশে দাঁড়ালেন জাকের আলি

মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন অনেক আগেই, ওয়ানডেকেও সম্প্রতি বলেছেন বিদায়। তবে টেস্ট ক্রিকেটেও এখন আর সুবিধা করতে পারছেন না।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম |সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। ব্যাট হাতে রান নেই। টানা ১২ ইনিংসে নেই কোনো ফিফটি, যা এর আগে কখনো ঘটেনি। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি ফুরিয়ে যাচ্ছেন মুশফিক? যদিও কঠিন সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।

দল থেকেও পূর্ণ সমর্থনই পাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। শনিবার (২৬ এপ্রিল) অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনেও তার পক্ষ নিয়ে কথা বলেন জাকের আলি।

তিনি বলেন, ‘দলে তো তিনি একা খেলছেন না। রান সবারই করতে হবে। হয়তো তিনি করছেন না, ঠিক আছে। যে কারো এমনটা হতে পারে। তারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই। সবারই রান করতে হবে।’

রান পেলেও সবাইকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান জাকের। তিনি বলেন, ‘ব্যাটসমান সবার দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে। শেষ ইনিংসে হাসান যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে।’

হাসানের ইনিংসের উদাহরণ টেনে তারপর তিনি বলেন, ‘এরকম ইন্টেন্ট থাকলে। সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে। তা করলেই বড় রান করা সম্ভব।’

মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন অনেক আগেই, ওয়ানডেকেও সম্প্রতি বলেছেন বিদায়। তবে টেস্ট ক্রিকেটেও এখন আর সুবিধা করতে পারছেন না। প্রায় দু’ দশক আর ৯৫ ম্যাচের ক্যারিয়ারে এত বাজে সময় আগে আসেনি।

শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই মুশফিকের। এর মাঝে ছয় ইনিংসে পৌঁছাতে পারেননি দু’ অঙ্কেই। নয়বার আউট হয়েছেন ২০ এর নিচেই। এই সময়ে তার মোট রান ১৪৮! সর্বোচ্চ রান ৩৭।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান দু’ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও দু’ ইনিংসেই আউট হন মাত্র ৪ রান করে। তবে দ্বিতীয় টেস্টের দলেও আছেন তিনি। সবকিছু ঠিক থাকলে হয়তো চট্টগ্রামে খেলবেন তিনি।

দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের পাশেই পাচ্ছেন তিনি। সিলেট টেস্টের পর নাজমুল হোসেন শান্ত জানান, অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপর আস্থা রাখছেন তারা। যেকোনো সময়ে ঘুরে দাঁড়ানোর আশায় দল।

রানে ফেরার সেই তাড়না তীব্রভাবে অনুভব করছেন মুশফিকও। সেই অভিযানে তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তিনি। চট্টগ্রাম টেস্ট শুরুর দু’ দিন আগে অনুশীলনে বাড়তি সময় কাটানো যেন এরই বড় উদাহরণ।