ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের ওপর

মিডিয়া কর্মীরা নিরাপত্তার জন্য সিঁড়ি দিয়ে ছুটে যান মিডিয়া ভবনের সামনে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো খেলা শুরু হয়।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্পের কারণে ৩ মিনিট বন্ধ ছিল খেলা
ভূমিকম্পের কারণে ৩ মিনিট বন্ধ ছিল খেলা |সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন সকালে ভূমিকম্পে প্রায় তিন মিনিট জন্য খেলা বন্ধ ছিল।

সকাল ১০টা ৩৮ মিনিটে আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভারে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে চারপাশ। ওই সময় ভূমিকম্পের কারণে মাঠ কাঁপতে শুরু করলে খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তারা মাঠের মধ্যে থমকে যান। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন অনফিল্ড আম্পায়াররা।

মিডিয়া কর্মীরা নিরাপত্তার জন্য সিঁড়ি দিয়ে ছুটে যান মিডিয়া ভবনের সামনে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো খেলা শুরু হয়।