ময়মনসিংহবাসীর জন্য সুখবর। অবশেষে পূরণ হচ্ছে তাদের দাবি। ফুরিয়েছে এক দশকের অপেক্ষা, চার দিনের এনসিএলে আসছে ময়মনসিংহ বিভাগ। ২৫ অক্টোবর এনসিএলের প্রথম দিন থেকেই মাঠে দেখা মিলবে ময়মনসিংহের।
২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও এখনো আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি পায়নি ময়মনসিংহ। ফলে এক দশকেও অংশ নিতে পারেনি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। একাধিকবার আবেদন-অনুরোধ করেও মেলেনি ফল।
অবশেষে পেল নায্য অধিকার, মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বীকৃতি। এনসিএলে অন্তর্ভুক্তি হচ্ছে ময়মনসিংহ বিভাগের। তবে তাতে কপাল পুড়েছে ঢাকা মেট্রোর। দেখা যাবে না সমৃদ্ধ এই দলকে।
ময়মনসিংহ বিভাগ যে আসছে, এমন ঘোষণা আগেই এসেছিল। তবে এরপরই দেখা দেয় দ্বন্দ্ব। ঘোষণা দেয়ার পরও ঢাকা মেট্রোর আপত্তিতে ঝুলে ছিল সিদ্ধান্ত। তবে এবার শক্ত অবস্থানে বিসিবি, সমাধান করেছে সুক্ষ্মভাবেই।
ফলে শেষ পর্যন্ত ময়মনসিংহকে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে চার দিনের টুর্নামেন্টটি। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এনসিএল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সবশেষ বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য জানা গেছে, ঢাকা মেট্রোর ক্রিকেটাররাই ময়মনসিংহের হয়ে খেলবেন।
এনসিএলের ভেন্যু হিসেবে রয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার মাঠ, রাজশাহীর বিভাগীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ নম্বর মাঠ ও কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠ।
এদিকে দীর্ঘ সময় ধরে জাতীয় দল টেস্ট ক্রিকেটের বাইরে থাকায় ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এনসিএলের প্রথম দুই রাউন্ড হবে কোকাবুরা বলে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি ও টেকনিক্যাল কমিটি মিলে এমন সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি অংশ হবে ডিউক বলে।