বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলানোর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিকল্প কোনো দেশে নয়, ভারতেরই অন্য রাজ্যে সরিয়ে দিতে চায় টাইগারদের ম্যাচগুলো। তবে বাংলাদেশ ধরে রেখেছে অনড় অবস্থান।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, বিশ্বকাপ গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই গড়াবে কলকাতার ইডেন গার্ডেন্সে, অন্যটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে।
তবে নিরাপত্তা শঙ্কায় এখন বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের। বিশ্বকাপের অন্য ভেন্যু শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় টাইগাররা।
এ নিয়ে আইসিসিকে কয়েক দফা চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আইসিসি থেকে এখনো কোনো সাড়া না মিললেও জানা গেছে, সোম-মঙ্গলবারের মাঝে আইসিসির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সেই সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু না জানা গেলেও ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম। আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।
আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। তাই তামিলনাড়ু ও কেরালার দিকে চোখ তাদের।
জানা গেছে, আইসিসি ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) মিলে এরই মাঝে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সাথে যোগাযোগ করেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
অবশ্য তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়াম আগেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে। সেখানে সাতটি ম্যাচ আয়োজনের সূচি আছে, যার মাঝে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও রয়েছে।
টিএনসিএ কর্মকর্তারা জানিয়েছেন, আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন নিয়ে তাদের কোনো সমস্যা হবে না। তবে আলোচিত আরেক ভেন্যু কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে কোনো ম্যাচ ছিলো না এবারের আসরে।
গুঞ্জন রয়েছে গতকাল গুজরাটে বিসিসিআই কর্মকর্তাদের সাথে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই নিয়ে আলোচনা হতে পারে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে।



