খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছান্ন ক্রিকেট পাড়া

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রিকেট অঙ্গনেও নেমে এসেছে শোক; বিসিবি ও ক্রিকেটাররা গভীর দুঃখ প্রকাশ করে দেশের ক্রিকেট উন্নয়নে তার অবদান স্মরণ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো |সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালে স্তব্ধ গোটা বাংলাদেশ। শোকে আচ্ছন্ন সকলেই। শোক ছুঁয়েছে ক্রিকেট পাড়াতেও।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। দেশের রাজনীতির এই মহীয়সীর বিদায়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি লিখেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।

তার রূহের মাগফিরাত কামনা করে বিসিবি লেখে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মহান ক্ষতির ফলে পুরো দেশের সাথে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার রূহের মাফফিরাত কামনায় বিসিবির প্রার্থনা রইল।

বাংলাদেশের ক্রিকেটে খালেদা জিয়ার অবদান স্মরণ করে বিসিবি জানায়, বিসিবি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে, দেশের ক্রিকেটের উন্নতির জন্য তিনি যে অশেষ আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতেন। প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসাধারণ সহায়তা প্রদান করেছিলেন।

বিসিবি উল্লেখ করে, ‘ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলার জাতীয় স্তরে প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার দূরদৃষ্টি এবং উৎসাহ আজকের ক্রিকেটের অনেক উন্নতির পথ প্রশস্ত করেছে।’

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবাল লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এদিকে ইমরুল কায়েস লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।