রোহিত-কোহলির দারুণ ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত

এরপর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাপট দেখিয়ে দ্বিতীয় উইকেটে ১৭০ বলে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৬৯ বল বাকি থাকতে ভারতের জয় নিশ্চিত করেন রোহিত-কোহলি।

নয়া দিগন্ত অনলাইন
ওয়ানডেতে এই নিয়ে ১২ বার ১৫০ বা তার বেশি রানের জুটি গড়ে স্বদেশী শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী জুটির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রোহিত-কোহলি
ওয়ানডেতে এই নিয়ে ১২ বার ১৫০ বা তার বেশি রানের জুটি গড়ে স্বদেশী শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী জুটির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রোহিত-কোহলি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াল সফরকারী ভারত।

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে। এই জয়ের পরও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারল ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ ও ২ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া।

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬১ রানের সূচনা করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দলীয় ৮৮ রানের মধ্যে বিদায়ের আগে অধিনায়ক মার্শ ৪১ ও হেড ২৯ রান করেন।

এরপর ২৭ ও ৩৬ রানের দুটি জুটিতে রানের চাকা সচল থাকে অস্ট্রেলিয়ার। চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে রাখেন অ্যালেক্স ক্যারি ও ম্যাট রেনশ। ব্যক্তিগত ২৪ রানে ক্যারি আউট হলেও, ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান রেনশ। ২টি চারে ৫৬ রান করেন তিনি।

দলীয় ১৯৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে রেনশ আউট হওয়ার পর ভারতীয় পেসার হার্ষিত রানার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬ দশমিক ৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪১ রানে শেষ ৬ উইকেট হারায় অজিরা।

ভারতের রানা ৩৯ রানে ৪ উইকেট নেন।

জবাবে দলকে ৬৯ রানের শুরু এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত ও অধিনায়ক শুভমান গিল। জুটিতে ২৪ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন গিল।

এরপর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাপট দেখিয়ে দ্বিতীয় উইকেটে ১৭০ বলে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৬৯ বল বাকি থাকতে ভারতের জয় নিশ্চিত করেন রোহিত-কোহলি।

ওয়ানডেতে এই নিয়ে ১২ বার ১৫০ বা তার বেশি রানের জুটি গড়ে স্বদেশী শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী জুটির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রোহিত-কোহলি।

ওয়ানডেতে ৩৩তম সেঞ্চুরি তুলে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত। ১২৫ বলের ইনিংসে ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন এ তারকা ব্যাটার।

৭টি চারে ৮১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ৭৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া কোহলি। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রোহিত।

আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।