আজ শুরু বিপিএল, আলোচনায় ৫ বিষয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আজ শুরু হচ্ছে, উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, বাবা-ছেলের একসাথে খেলা, কোচদের সাময়িক মাঠ ত্যাগ, মালিকবিহীন চট্টগ্রাম রয়্যালস এবং ফিক্সিং বিতর্ক এবারের প্রধান আলোচ্য বিষয়।

নয়া দিগন্ত অনলাইন
সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএলের আসর
সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএলের আসর |সংগৃহীত

শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আজ শুক্রবার সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আসর। টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা- এই তিনটি ভেন্যুতে।

এবারের বিপিএল শুরু হবে সিলেট পর্ব দিয়ে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্টটি যাবে চট্টগ্রামে। শেষ ধাপে আবার ঢাকায় ফিরে আসবে বিপিএল।

বরাবরের মতোই এবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বক্তব্য অনুযায়ী বিপিএল হচ্ছে ‘নতুন আমেজে’, একই সাথে আছে নতুন ও পুরাতন কিছু বিতর্ক।

নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

‘নোয়াখালী বিভাগ চাই’- এই সোশ্যাল মিডিয়া স্লোগান এখন রাজপথেও শোনা যায় মাঝে মধ্যে, সেই আশা পূরণ না হলেও নোয়াখালীবাসী এবার পাচ্ছে একটি বিপিএল দল।

নোয়াখালী অঞ্চলকে কেন্দ্র করে গঠিত দলটি ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নাম রাখা হয়েছে নোয়াখালী এক্সপ্রেস, দল সংশ্লিষ্টরা বলছেন জেলার গতি, উদ্যম ও প্রাণচাঞ্চল্যকে বোঝাতে এমন নাম।

এবারের বিপিএল মৌসুম সামনে রেখে বিসিবি নতুন দল যুক্ত করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে নোয়াখালীকে নতুন ফ্র্যাঞ্চাইজি কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার সাথে সাথেই নোয়াখালীসহ আশপাশের এলাকায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নোয়াখালী এক্সপ্রেস দ্রুত আলোচনায় আসে। নোয়াখালীর আঞ্চলিক ভাষা ও হাস্যরস ব্যবহার করে তৈরি নানা স্লোগান ও পোস্টে ভরে ওঠে অনলাইন প্ল্যাটফর্মগুলো, যা দলটির প্রতি সমর্থকদের আগ্রহ ও আবেগকে স্পষ্টভাবে তুলে ধরে।

স্থানীয় প্রতিভাকে গুরুত্ব দিয়ে শক্তিশালী একটি দল গড়ার লক্ষ্যের কথা জানান এর উদ্যোক্তারা।

একই দলে বাবা ও ছেলে

একই দলে বাবা ও ছেলেকে খেলতে দেখার বিরল সুযোগ মিলতে যাচ্ছে এবারের বিপিএলে। আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

ফ্র্যাঞ্চাইজিটি গত সপ্তাহে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। পোস্টে ১৯ বছর বয়সী আফগান এই ওপেনিং ব্যাটারকে স্বাগত জানানো হয়। হাসান ঈসাখিল এখনো আফগান জাতীয় দলে অভিষেক না হওয়া একজন অনক্যাপড ক্রিকেটার।

এর আগে গত ৩ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেস জানায়, আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী তাদের হয়ে এবারের বিপিএলে খেলবেন। ৪০ বছর বয়সী নবী বর্তমানে আইএলটি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। ওই টুর্নামেন্ট শেষ করে তিনি বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে তার দল।

নতুন দল, নতুন বিতর্ক

তবে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক আমেজ মাঠে ধরে রাখতে পারছে না দলটি, অব্যবস্থাপনা ও নানা সমস্যার প্রতিবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ছেড়ে চলে যান নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের।

মাঠ ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নে সুজনের কণ্ঠে স্পষ্টভাবে ক্ষোভ প্রকাশ পায়। কোথায় যাচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি আর কোনোভাবেই বিপিএলের সাথে থাকতে চান না। পরে সহকারী কোচ তালহা জুবায়েরকে সাথে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন।

এ সময় খালেদ মাহমুদ সুজন আরো জানান, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনেও তার আর কোনো আগ্রহ নেই।

গণমাধ্যমের কাছে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরবর্তীতে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে আবার দলের সাথে ফিরেছেন দুই কোচই।

পরে জানা গেছে, মূলত নোয়াখালীর ট্রেনিংয়ে প্রয়োজনীয় বল ছিল না। প্রয়োজনীয় সংখ্যক বল না থাকা ও পরবর্তী ঘটনাপ্রবাহে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে যান খালেদ মাহমুদ সুজন।

টাকা নেই, তাই মালিকবিহীন দল চট্টগ্রাম

আর্থিক সঙ্কটের কথা উল্লেখ করে শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয়ার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠির মাধ্যমে জানিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব আপাতত নিজেই নিয়েছে বিসিবি।

টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এমন ঘটনায় যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে, তা স্বীকার করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, এই মুহূর্তে বোর্ড বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।

ইফতেখার আহমেদ বলেন, কোনো দল যদি টুর্নামেন্ট শুরুর দুই বা তিন ঘণ্টা আগে জানায় যে তারা আর্থিক দায়ভার বহন করতে পারছে না, তাহলে সেটি সামাল দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। নানা দিক থেকে একসাথে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের অন্তত ২৫ শতাংশ পরিশোধ করা বাধ্যতামূলক। এই নিয়ম মেনে রংপুর রাইডার্স তাদের খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে বলে জানিয়েছে। পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস ২৫ শতাংশ অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে।

ফিক্সিং নিয়ে বিতর্ক

নিলামের আগেই বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের তত্ত্বাবধানে করা অধিকতর তদন্তের ভিত্তিতে গত বিপিএলে ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারের নেতৃত্বে গঠিত বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে গত আসরের বিপিএলে ৯ জন দেশীয় ও একজন বিদেশী ক্রিকেটারকে ফিক্সিংয়ে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুধু ক্রিকেটারই নয়, ফিক্সিং সন্দেহের তালিকায় রয়েছেন ৬ থেকে ৭ জন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা, একজন কোচ এবং একজন মিডিয়া ম্যানেজারও।

যেখানে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারের নামও উঠে এসেছিল যে কারণে তারা এবারের নিলামেই ছিলেন না।

বিজয় যদিও সংবাদ আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, তবে এখন তিনি এই ইস্যুতে কোনো বক্তব্য দিচ্ছেন না।

সূত্র : বিবিসি