বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে আত্মবিশ্বাসী জয় পেল বাংলাদেশ

আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৫১ রান করে জ্যোতির দল। জবাবে ৭ উইকেটে ১২৫ রানে থামে নেদারল্যান্ডসের মেয়েদের ইনিংস। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল |ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য অনেকটাই প্রস্তুত বাংলাদেশ। মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে টাইগ্রেসরা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে পেয়েছে কাঙ্ক্ষিত জয়।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও বাংলাদেশ। বুধবার (১৪ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে সকালে ডাচদের ২৬ রানে হারায় বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৫১ রান করে জ্যোতির দল। জবাবে ৭ উইকেটে ১২৫ রানে থামে নেদারল্যান্ডসের মেয়েদের ইনিংস। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

এই ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রাবেয়া খানরা ব্যাট হাতে রান পেয়েছেন। বল হাতে রাবেয়া আক্তার, রিতু মনিও পেয়েছেন উইকেটের দেখা। সব মিলিয়ে ৮ বোলার ব্যবহার করেছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই দিলারা আক্তারকে (৬) হারায় বাংলাদশ। চতুর্থ ওভারে একই পথ ধরেন এবারই প্রথম স্কোয়াডে ডাক পাওয়া জুয়াইরিয়া ফেরদৌস (২)। ১২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি দলের হাল ধরেন। দু’জনের জুটিতে ১০১ বলে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৩৯ রান। ইনিংসের শেষ বলে রানআউট হন ৫৮ বলে ৫৯ রান করা সোবহানা।

অন্যদিকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাত্র ৫১ বলে ৭৫ রান করেন জ্যোতি। তাতেই দেড় শ’তে আটকে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়ার সামনে দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে তিনি নেন ৩ উইকেট। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি নেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন তুলে নেন ১টি করে উইকেট। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন স্টেয়ার ক্যালিস।