হেরেই চলছে নোয়াখালী। ভারি হচ্ছে ব্যর্থতার পাল্লা। টানা ৫ ম্যাচে হেরেছে দলটা। এবার হার ঢাকার বিপক্ষে। নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে হেসেখেলেই জিতেছে ঢাকা। ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলেছেন নাসির।
একদিন বিরতির পর বুধবার মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। যেখানে নোয়াখালীকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা।
টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৩ রান করে নোয়াখালী। জবাবে ১৪.১ ওভারেই জয় নিশ্চিত হয় ঢাকার। যদিও ঢাকার শুরুটা ভালো হয়নি, ৩ ওচারে ১৪ রান করতেই হারায় ২ উইকেট।
রাহমানুল্লাহ গুরবাজ (০) ও আব্দুল্লাহ আল মামুন (১) ফেরেন দ্রুত। তবে এরপর একাই দলের দায়িত্ব নেন নাসির। ১১ বলে ১২ রান করা ইরফান শুক্কু সাথে গড়েন ২৮ বলে ৫৯ রানের জুটি।
ঝড়ো ব্যাটিং ধরে রেখে মাত্র ২১ বলে নাসির পূর্ণ করেন ফিফটি। যা চলতি আসরের দ্রুততম। এরপর ইমাদ ওয়াসিমকে নিয়ে ফের তাণ্ডব চালান নাসির। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৪০ বলে ৬১ রান যোগ হয়।
শেষ পর্যন্ত ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন ইমাদ। আর ৫০ বলের ইনিংসে ১৪ চারের সাথে ২টি ছক্কা মারেন নাসির। নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ নেন ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে নোয়াখালী। ১০ ওভারের মাঝে মাত্র ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। দুই অঙ্কে যেতে পারেন কেবল মাজ সাদাকাত (১৯ বলে ২৪)।
বিপরীতে আরো একবার হতাশ করেন হাবিবুর রহমান সোহান (১৩ বলে ৬), সৌম্য সরকার (৬ বলে ১), মুনিম শাহরিয়ার (৬ বলে ২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৯ বলে ৪)।
পরে হাল ধরেন মোহাম্মদ নবী ও হায়দার আলি। দুজন মিলে গড়েন ৬৪ বলে ৯০ রানের জুটি। হায়দার ৩৬ বলে ৪৭ রান করে আউট হন। নবী অপরাজিত থাকেন ৩৩ বলে ৪২ রান করে। তাতেই বলার মতো পুঁজি পায় দল।



