আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ

সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ ৫ ব্যাটারই বাংলাদেশের

আয়ারল্যান্ডের হয়ে ৪ ইনিংসে সর্বোচ্চ ১৪৫ রান করে তালিকার ষষ্ঠ স্থানে আছেন জর্ডান নিল।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক
সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই বাংলাদেশের ক্রিকেটার।

সিরিজের সর্বোচ্চ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২ ম্যাচের ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৬৫ রান করেছেন তিনি।

দ্বিতীয় স্থানে আছেন মুমিনুল হক। ৩ ইনিংস ব্যাট করে তিনটিতেই হাফ-সেঞ্চুরি পেয়েছেন তিনি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২৩২ রান করেন মুমিনুল।

৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৯৩ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ওপেনার সাদমান ইসলাম।

এরপরের দুই স্থানে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে লিটন ২ ইনিংসে ১৮৮ এবং মুশফিক ৩ ইনিংসে করেছেন ১৮২ রান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক। ওই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে- ১০৬ ও অপরাজিত ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় হন মুশি।

আয়ারল্যান্ডের হয়ে ৪ ইনিংসে সর্বোচ্চ ১৪৫ রান করে তালিকার ষষ্ঠ স্থানে আছেন জর্ডান নিল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটার ম্যাচ ইনিংস রান ১০০ ৫০

মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ) ২ ৩ ২৬৫ ১ ১

মুমিনুল হক (বাংলাদেশ) ২ ৩ ২৩২ ০ ৩

সাদমান ইসলাম (বাংলাদেশ) ২ ৩ ১৯৩ ০ ২

লিটন দাস (বাংলাদেশ) ২ ২ ১৮৮ ১ ১

মুশফিকুর রহিম (বাংলাদেশ) ২ ৩ ১৮২ ১ ১