বাংলাদেশে আসছেন কাফু, আসতে পারেন ক্যানিজিয়া-বাতিস্তুতা

এই আয়োজন বাংলাদেশের ক্রীড়া ইকোসিস্টেমে নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশের তরুণ ফুটবলারদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেবে।

ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলের বিশ্বকাপ ফুটবলজয়ী অধিনায়ক কাফু
ব্রাজিলের বিশ্বকাপ ফুটবলজয়ী অধিনায়ক কাফু |ইন্টারনেট

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফবি ল্যাতিন-বাংলাদেশ সুপার কাপ। ৫-১১ ডিসেম্বর তিন দলের এই আসরে অংশ নেবে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিল দল। আর ১১ ডিসেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপ ফুটবলজয়ী অধিনায়ক কাফু। আসতে পারেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার ক্লাডিও ক্যানিজিয়া, গ্যাব্রিয়েল বাতিস্তুতা বা হুয়ান সেবাস্টিয়ান ভেরনের যেকোনো একজন।

গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। ‘হয়ার দ্য ম্যাজিক হ্যাপেন’ এই স্লোগান দিয়েই টুর্নামেন্টটি হচ্ছে। এই মিশন শুধু একটি টুর্নামেন্টই নয়। এটি একটি মঞ্চ। যেখানে ল্যাতিন ফুটবলের যাদু এবং বাংলাদেশের ফুটবলের স্বপ্ন একত্রে বিকশিত হবে।

আসাদুজ্জামান জানান, এই আয়োজন বাংলাদেশের ক্রীড়া ইকোসিস্টেমে নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশের তরুণ ফুটবলারদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেবে।

‘১১ তারিখে বাংলাদেশে আসবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী রাইটব্যাক কাফু। টুর্নামেন্টে ৫ ডিসেম্বর ব্রাজিলের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৮ তারিখে আর্জেন্টিনার প্রতিপক্ষ বাংলাদেশ। ১১ তারিখে দুই ল্যাতিন ফুটবল জায়ান্ট এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। আর্জেন্টিনা ও ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল আসবে। দুই দলেই সর্বশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলা দু’জন করে ফুটবলার থাকবে।’

ব্র্যান্ড আম্বাসেডর হিসেবে আনা কাফুর জন্য ব্যয় হচ্ছে কোটি টাকার উপরে। সমপরিমান অর্থই ব্যয় হবে ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে গোল করা ক্যানিজিয়ার জন্য। বিশ্বকাপে ১০ গোল করা বাতিস্তুতার জন্যও কোটি টাকা দিতে হবে বলে জানান আসাদুজ্জামান।