আবারো শিরোপা ঘরে তুললো লাহোর কালান্দার্স। তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন তারা। রোমাঞ্চকর ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছে দলটি। যার সাক্ষী রইলেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে চাপে পড়লেও ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে লাহোর জয় তুলে নেয়।
লাহোরের শিরোপা জয়ের মাধ্যমে অনন্য এক কীর্তির সাক্ষী হলো বাংলাদেশ। শিরোপাজয়ী দলটিতে ছিলেন তিন টাইগার ক্রিকেটার। লাহোর দলে ছিলেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন।
যদিও রিশাদ ছাড়া আর কারো সুযোগ হয়নি ফাইনালের একাদশে। আর সুযোগ পেয়েও রিশাদ পারেননি প্রত্যাশিত পারফর্ম করতে। ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন একটা মাত্র উইকেট। বাকি বোলাররাও ছিলেন খরুচে।
তবে ব্যাটাররা ম্যাচটা ফসকাতে দেননি। দুই শতাধিক রানের লক্ষ্য তাড়ায় লাহোরকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ নাইম ও আব্দুল্লাহ শফিক। ফখর জামান (১১) ফেরার পর নাইম ২৭ বলে ৪৬ ও শফিক ২৮ বলে করেন ৪১।
এরপর ১৪ রান করে বিদায় নেন ভানুকা রাজাপাকশে। তবে বাকি পথটা বেশ ভালোভাবেই শেষ করেন সিকান্দার রাজা ও কুশল পেরেরা। একটা সময় শিরোপা জিততে শেষ ১২ বলে ৩১ রান করতে হতো। যা ১ বল বাকি থাকতেই তুলে নেন তারা।
৪ ছক্কা ও ৫ চারে ৩১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন পেরেরা। ৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। তাতেই নিশ্চিত হয় লাহোরের শিরোপা।
এর আগে, ব্যাটিংয়ে নেমে হাসান নেওয়াজের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে দুই শ' পেরোনো স্কোর পায় কোয়েটা। দলের পক্ষে ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আভিস্কা ফার্নান্দো। লাহোরের হয়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি।
লাহোরের তৃতীয় শিরোপা, সাক্ষী হলেন বাংলাদেশের ৩ জন
লাহোরের শিরোপা জয়ের মাধ্যমে অনন্য এক কীর্তির সাক্ষী হলো বাংলাদেশ।
