আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির মালিক আগেই বনেছিলেন লিটন দাস, আজ সেই সংখ্যাটা আরো বাড়িয়ে নিলেন বাংলাদেশ অধিনায়ক। পেয়ে গেছেন ১৬তম ফিফটি।
ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ফিফটি পূরণ করেন লিটন। তবে এরপর আর ইনিংস বড় করতে পারলেন না, ৩৭ বলে ৫৭ করে মার্ক অ্যাডায়ারের বলে ফিরেছেন এলবিডব্লু হয়ে। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ১৩৮/৩।
আউট হওয়ার আগে সাইফ হাসানের সাথে দারুণ জুটি গড়েন লিটন। দু’জনের ৩১ বলের জুটিতে আসে ৫২ রান। সাইফ ব্যাট করছেন ১৫ বলে ২১ রানে। জয়ের জন্য আর ৩২ রান চাই টাইগারদের।
উল্লেখ্য, প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ দাঁড়িয়ে খাদের কিনারে, পা ফসকালেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। এমতাবস্থায় টস ভাগ্য সায় দেয়নি। শনিবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা।
তবে ভালো শুরু পেলেও ৫ উইকেটে ১৭০ রানে শেষ হয় তাদের ইনিংস। শেখ মেহেদী নেন ৩ উইকেট।



