সিরিজ নিশ্চিত করতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে লিটন বাহিনী। চট্টগ্রামে খেলা শুরু দুপুর ২টায়।
ওয়েস্ট ইন্ডিজের সাথে টানা তিন হারের পর ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও হেরে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। ৪ উইকেটের জয়ে সিরিজে ফেরায় সমতা।
আজ মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিন পরিবর্তন এসেছে। সেরা এগারোতে ফিরেছেন শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
তাদের জায়গা দিতে বাদ গেছেন তানজিম সাকিব, নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। অপেক্ষায় থাকলেও অভিষেক হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দীন ও মোস্তাফিজুর রহমান।



