মাহমুদউল্লাহর ফিফটিতে রংপুরের দেড় শ’

মালানের সাথে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের জুটি জমে উঠে বেশ। ৫৪ বলে ৭৪ রান যোগ করেন দুজনে। মালান আউট হন ৩৩ বলে ৩৩ রান করে। ১৭.৪ ওভারে ফিফটি তুলে আউট হন মাহমুদউল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
আজ ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ
আজ ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ |সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পেল রংপুর রাইডার্স। শুরুর বিপর্যয় কাটিয়ে পেল দেড় শতাধিক রানের সংগ্রহ। ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ।

সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রানের পুঁজি পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

তবে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ৩০ রানে ৩ উইকেট হারায় রংপুর। কাইল মায়ার্স ১১, লিটন দাস ৬ ও তাওহীদ হৃদয় ফেরেন রানের খাতা খোলার আগেই। তবে একপ্রান্ত আগলে খেলতে থাকেন ডেভিড মালান।

মালানের সাথে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের জুটি জমে উঠে বেশ। ৫৪ বলে ৭৪ রান যোগ করেন দুজনে। মালান আউট হন ৩৩ বলে ৩৩ রান করে। ১৭.৪ ওভারে ফিফটি তুলে আউট হন মাহমুদউল্লাহ।

শেষ দিকে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন খুশদিল শাহ। অন্যদিকে নুরুল হাসান সোহান করেন ৭* রান। তাতেই শেষ পর্যন্ত দেড় শ’তে পৌঁছায় রংপুর। জিয়াউর রহমান শরিফি নেন ২ উইকেট।