ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে; সিরিজে বিদেশী ও স্থানীয় আম্পায়াররা দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি |সংগৃহীত

ক্রিকেটে ব্যস্ত সময় পাড় করছে বাংলাদেশ। এশিয়া কাপ শেষ করে আরব আমিরাতেই সিরিজ খেলছে আফগানিস্তানের বিপক্ষে। সেই সিরিজ শেষ হতে না হতেই মাঠে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আগামী ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এই দ্বিপক্ষীয় সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজে কাজ করবেন তিন বিদেশী ম্যাচ অফিসিয়াল। যাদের একজন ম্যাচ রেফারি ও বাকি দু’জন আম্পায়ার। যেখানে তাদের সাথে থাকবেন বাংলাদেশের পাঁচজন।

থাকছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। তাছাড়া সম্প্রতি এশিয়া কাপে কাজ করা মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেলরাও থাকছেন আসন্ন এই সিরিজে।

এই তিন বাংলাদেশী আম্পায়ারের সাথে ক্যারিবীয় সিরিজে ম্যাচ পরিচালনা করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। দুই বিদেশী আম্পায়ার ভারতের জয়ারমন মদনগোপাল ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি।

এছাড়া সিরিজের ছয়টি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন কসকার।

১৮ অক্টোবর প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিস গ্যাফানি ও তানভীর আহমেদ মাঠে থাকবেন।

আর ২৩ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মদনগোপাল ও মাসুদুর রহমান মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ। দ্বিতীয় ম্যাচে মদনগোপাল টিভি আম্পায়ার ও গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন।

অন্যদিকে ২৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, বাকি দু’টি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে। এই সিরিজের সবগুলো ম্যাচেই দায়িত্বে থাকবেন বাংলাদেশী আম্পায়াররা।

প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান, দ্বিতীয় ম্যাচে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মোর্শেদ মাঠে থাকবেন। আর শেষ ম্যাচে দায়িত্ব পালন করবেন সৈকত ও মুকুল।

প্রথম টি-টোয়েন্টিতে তৃতীয় আম্পায়ার হবেন তানভীর আহমেদ ও চতুর্থ মুকুল, দ্বিতীয় ম্যাচে মুকুল তৃতীয় ও সোহেল চতুর্থ, আর শেষ ম্যাচে গাজী সোহেল তৃতীয় ও মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন।