শিরোপাখরা কাটলো ডি ভিলিয়ার্স-হাশিম আমলাদের। জাতীয় দলের জার্সিতে কখনো না পারলেও অবসরের পর দেশের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেলেন তারা। জিতেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের শিরোপা।
শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি ভিলিয়ার্স।
এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে তারা। জবাবে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সাবেক প্রোটিয়ারা।
সুসময় চলছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে তারা। তবে সেই দলে ছিলেন না ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ইমরান তাহিররা।
সেই স্বাদ মেটলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের শিরোপা জিতে। যদিও তা খুব একটা সহজ ছিল না, ১৯৬ রানের লক্ষ্য মুখের কথা না। তবে এবি ডি ভিলিয়ার্স তা সহজ করে দেন।
মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা। ৬৫ বলে ১২৫ রানের জুটি গড়েন জে পি ডুমিনির সাথে।
জেপি ডুমিনি খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস, মাত্র ২৮ বলে। এছাড়া ওপেনার হাশিম আমলা আউট হোন ১৪ বলে ১৮ রান করে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হয়ে শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান। এছাড়া উমার আমিন ১৯ বলে ৩৬, আসিফ আলি ১৫ বলে ২৮, ও শোয়েব মালিক করেন ২০ রান।