ফাইনালে যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ

মাঠের বাইরে আলোচনা ছড়ালেও এবারের আসরে দুই দলের প্রথম দুই দেখা ছিল একপেশে, নিরামিষ। না ছিল কোনো উত্তেজনা, না ছিল রোমাঞ্চ। হেসেখেলে দুই ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপের ফাইনালে একে অপরের মোকাবেলা করবে ভারত ও পাকিস্তান
এশিয়া কাপের ফাইনালে একে অপরের মোকাবেলা করবে ভারত ও পাকিস্তান |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে রাত সাড়ে ৮টায় গড়াবে লড়াই। তবে মাঠে নামার আগে আলোচনায় দুই দলের একাদশ।

মাঠের বাইরে আলোচনা ছড়ালেও এবারের আসরে দুই দলের প্রথম দুই দেখা ছিল একপেশে, নিরামিষ। না ছিল কোনো উত্তেজনা, না ছিল রোমাঞ্চ। হেসেখেলে দুই ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত।

তবে সহসাই প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ সালমান-শাহিনদের। তবুও আবার ফাইনালের মঞ্চে, শিরোপা নির্ধারণী ম্যাচে। তবে আগের দুই ম্যাচে যে একাদশ নিয়ে হেরেছে পাকিস্তান, সেই একাদশ নিয়ে পারবে কী আজ ঘুরে দাঁড়াতে? এটাই বড় প্রশ্ন এখন।

পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধন কর‍তে সাহিবজাদা ফারহান ও ফখর জামান থাকবেন নিশ্চিতভাবেই। তবে তিন নম্বরে ব্যাট করতে পারেন সাইম আইয়ুব, কিন্তু তাকে নিয়ে আছে প্রশ্ন। এশিয়া কাপে তার পারফরম্যান্স ভুলে যাবার মতো।

আসরে ৬ ম্যাচ খেলে ৪টিতেই খুলতে পারেননি রানের খাতা, ফিরেছেন শূন্য রানে। বাকি দুই ম্যাচে রান মাত্র ২৩। এমতাবস্থায় শেষ পর্যন্ত তাকে রেখেই একাদশ ঘোষণা করবে কিনা পাকিস্তান, সেটাই এখন দেখার বিষয়।

তবে বাকিদের জায়গা নিয়ে প্রশ্ন নেই। অধিনায়ক সালমান আলি আগা, হোসাইন তালাত, মোহাম্মদ হারিসরা আছেন এরপর। ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ আছেন শেষ দিকে।

পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সাথে থাকবেন হারিস রউফ। স্পিন বিভাগে আবরার আহমেদ ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। আসর জুড়ে মাত্র ৫ ইকোনমিতে বল করছেন।

এদিকে প্রথম পর্বের পাশাপাশি সুপার ফোরের তিন ম্যাচেও অপরাজিত থেকে ভারত ফাইনাল নিশ্চিত করে আগেভাগেই। ভারত এখন পর্যন্ত একাদশে পরিবর্তন এনেছে মাত্র দুবার। তবুও নির্ভার দুই ম্যাচে।

টানা জয়ে সুপার ফোর নিশ্চিত হবার পর ওমানের বিপক্ষে ও ফাইনাল নিশ্চিত হয়ে যাবার পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকা আর্শদ্বীপ সিং ও হার্ষিত রানাকে খেলায় ভারত।

অবশ্য ফাইনালে দলে বড় কোনো পরিবর্তনের লক্ষণ নেই। যদিও ভারতকে ভাবতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে চোটে পড়েন তিনি। তবে তাকে নিয়েই খেলার চেষ্টা করবে ভারত।

কেননা পান্ডিয়া শুধু ব্যাটিংই নয়, নিয়মিত বোলিংয়ের জন্যও অপরিহার্য। যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে হার্ষিত রানা বা আর্শদ্বীপ সিংকে দেখা যেতে পারে।

পেস বোলিংয়ে ভারতের মূল শক্তির জায়গা জাসপ্রীত বুমরাহ। শিভাম দুবেও আছেন সাথে। স্পিন আক্রমণে থাকবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। প্রয়োজন মেটাতে আছেন অক্ষর প্যাটেলও।

ভারতের হয়ে ওপেনিংয়ে থাকছেন টুর্নামেন্টজুড়ে অবিশ্বাস্য ফর্মে থাকা অভিষেক শর্মা, তাকে সঙ্গ দেবেন শুভমান গিল। সূর্যকুমার যাদব নামবেন এর পরই। যদিও খুব একটা ছন্দে নেই তিনি।

মিডল অর্ডারে থাকছেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। শেষ দিকে রান বাড়াতে আছেন শিভাম দুবে, অক্ষর প্যাটেল।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), স্যাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।