দেশে ফিরেছেন তামিম, দেখা মিলেছে মিরপুরে

ফিরেছেন প্রিয় মাঠ মিরপুরেও। তবে ব্যাট হাতে নয়, নিজ দল মোহামেডানকে দেখতেই এসেছিলেন তামিম।

নয়া দিগন্ত অনলাইন
দেশে ফেরার পর মিরপুর মাঠে তামিমম ইকবাল
দেশে ফেরার পর মিরপুর মাঠে তামিমম ইকবাল |নয়া দিগন্ত

দেশে ফিরেছেন তামিম ইকবাল খান। ফিরেছেন প্রিয় মাঠ মিরপুরেও। তবে ব্যাট হাতে নয়, নিজ দল মোহামেডানকে দেখতেই এসেছিলেন তিনি। তামিমের ফেরার দিনে অবশ্য জয় পেয়েছে তার দলও।

শনিবার (১২ এপ্রিল) মিরপুরে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দু’ দল আবাহনী ও মোহামেডান। সব কিছু ঠিক থাকলে মর্যাদার এই লড়াইয়ে নেতৃত্ব দেবার কথা ছিল তামিম ইকবালের। তবে সব ঠিক থাকেনি।

গত ২৪ মার্চ বিকেএসপির ৩ নম্বর মাঠে স্বাভাবিক দিনের মতোই মোহামেডানের অধিনায়ক হিসেবে টস করে ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। তবে মাঠে নামার আগেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। নেয়া হয় হাসপাতালে।

হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলে বিকেএসপির কাছেই গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। যেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। রাখা হয় নিবিড় পরিচর্যায়।

অবস্থা খানিকটা স্বাভাবিক হলে ঢাকায় স্থানান্তর করা হয় তামিমকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি হন তিনি। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসা নিয়ে ঈদের আগে বাড়ি ফেরেন তামিম।

তখনই জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে বিদেশে যাবেন তামিম। ফলে গত রাত ১২টার একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওয়ানা হন তিনি। চিকিৎসা শেষে দেশেও ফিরেছেন বাঁ-হাতি এই ওপেনার।

যদিও আগেই জানানো হয়েছিল আগামী তিন মাস মাঠে ফেরা হবে না তার, তবুও আজ মিরপুরেও দেখা যায় তামিমকে। জানা গেছে, বিসিবি’র চিকিৎসকের সাথে দেখা করতেই বিসিবি কার্যালয়ে এসেছিলেন তিনি।

এদিকে তামিম যখন মাঠে আসেন, তখন খেলা চলছিল তার দল মোহামেডানেরও। অন্তর্বর্তী অধিনায়ক তাওহীদ হৃদয়ের অধীনে খেলছিল তারা। যেখানে নয় বছর আর ১১ ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের মুখ দেখে মোহামেডান।