বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলার পথে ক্যারিয়ারে ৩ হাজার রান পূর্ণ করেন লিটন।
এই ম্যাচের আগে টেস্টে লিটনের পরিসংখ্যান ছিল- ৫১ ম্যাচে ২৯৮৯ রান। ৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১১ রান দরকার ছিল তার। টেস্টের প্রথম দিন শেষে ২ বাউন্ডারিতে ৮৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন লিটন।
লিটনের আগে বাংলাদেশের হয়ে এই তালিকায় নাম তুলেছেন আরো পাঁচ ব্যাটার। তারা হলেন- মুশফিকুর রহিম (১০০ টেস্টে ৬৪৫০ রান), তামিম ইকবাল (৭০ টেস্টে ৫১৩৪ রান), মুমিনুল হক (৭৫ টেস্টে ৪৭৭২ রান), সাকিব আল হাসান (৭১ টেস্টে ৪৬০৯ রান) এবং হাবিবুল বাশার (৫০ টেস্টে ৩০২৬ রান)।
২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লিটনের। এ পর্যন্ত দেশের হয়ে ৫২ টেস্ট খেলে ৪ সেঞ্চুরি ও ১৯ হাফ-সেঞ্চুরিতে ৩৪.৮৯ গড়ে ৩০৩৬ রান করেছেন তিনি।



