বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান লিটন

লিটন দাস চান, বিপিএলে ভালো পারফরম্যান্সের মাধ্যমেই ক্রিকেটাররা বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিক এবং বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নেয়ার দক্ষতা বাড়াক।

নয়া দিগন্ত অনলাইন
লিটন দাস
লিটন দাস |ফাইল ছবি

টি-টোয়েন্টিতে বাংলাদেশ কখনোই আলোচনা আসার মতো দল ছিল না। তবুও সাম্প্রতিক সময়টা বেশ ভালো কেটেছে টাইগারদের। গত ছয় সিরিজের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। যা বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ক লিটন দাসকে।

বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন লিটন। বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আপনি যেখানেই খেলতে যাবেন না কেন, বড় লক্ষ্য রাখতে হবে।’

তিনি বলেন, ‘একই সাথে আপনাকে প্রতিটি ম্যাচের দিকে দৃষ্টি রেখে এগোতে হবে। জয়ের ওপর তো কোনো বিকল্প নেই। চেষ্টা করব প্রতিটি ম্যাচ জেতার জন্য। কতটা সফল হব জানি না, কিন্তু আমাদের চেষ্টার কমতি থাকবে না।’

আয়ারল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের ডিউটি থেকে লম্বা বিরতি পেয়েছেন লিটন দাসরা। যদিও এর মাঝেও আছে ব্যস্ততা, ৬ তারিখ (শনিবার) থেকে শুরু হবে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প, তারপর হাতছানি দিচ্ছে বিপিএল।

বিশ্বকাপের প্রস্তুতিটা তাই ব্যক্তিগত জায়গা থেকেই নিতে হবে ক্রিকেটারদের। লুফে নিতে হবে বিপিএলের সুযোগ। বিপিএল থাকায় বাড়তি সুবিধা তো পাচ্ছেনই তারা। সেখানে পারফর্ম করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে তাদের।

অধিনায়ক লিটনও সতীর্থদের কাছে বিপিএল দিয়ে বিশ্বকাপের সেরা প্রস্তুতিটাই চান। তিনি বলেন, ‘বিশ্রামের পর বিপিএলে আসবে। যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এখানে যদি তারা ওইভাবে পারফর্ম করতে পারে। বিশ্বকাপে যাওয়ার আগে একটা ভালো আত্মবিশ্বাস তৈরি করবে।’

গত এক বছরে যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ, বেশিভাগই প্রায় একই দলকে টেনে নেয়া হয়েছে। ১৭-১৮জন ক্রিকেটারই ঘুরে ফিরে দলে ছিলেন। বিপিএলে চোখে পড়ার মতো কেউ পারফর্ম না করলে এই দলে পরিবর্তন আসতেছে না, তা মোটামুটি নিশ্চিত।

অধিনায়ক হিসেবে লিটনেরও চাওয়াও তাই, ‘যারা অনেকদিন ধরে এই সংস্করণে খেলে আসছে, তাদের এগিয়ে থাকাটাই বেশি। এখানে যে কোনো বাড়তি খেলোয়াড় ঢুকবে না, জিনিসটা তাও না। কিন্তু যারা এতদিন ধরে এই সংস্করণে খেলছে, পারফর্ম করছে; তাদের অভিজ্ঞতাই বেশি থাকবে। তারপরও বিপিএলে কোনো খেলোয়াড় অসাধারণ কিছু করলে সেটা নির্বাচকরা দেখবেন।’

এই সময়ে ক্রিকেটারদের কাছে কন্ডিশন দ্রুততার সাথে রপ্ত করার কৌশলও চান লিটন। তিনি বলেন, ‘বিপিএলের তিন ভৈন্যুতে হবে তিন রকমের খেলা। আপনি সবসময় ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না, আবার যে খারাপ উইকেট পাবেন সেটাও না।’

তিনি যোগ করেন, ‘আপনি নির্দিষ্ট দিনে কেমন উইকেটে খেলার সুযোগ পাচ্ছেন, সে অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে দলকে সাহায্য করছেন, সেটাই গুরুত্বপূর্ণ।’