রোহিত শর্মার ছক্কার রেকর্ড ভেঙে দিলেন আমিরাত অধিনায়ক ওয়াসিম

এই রেকর্ডে অধিনায়ক হিসেবে ৫৪ ইনিংসে ১১০ ছক্কা হাঁকিয়ে বর্তমানে ওয়াসিম সবার ওপরে অবস্থান করছেন।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ ওয়াসিম ও রোহিত শর্মা
মোহাম্মদ ওয়াসিম ও রোহিত শর্মা |সংগৃহীত

অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে রোহিত শর্মার সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ভেঙে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

সোমবার (১ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তিনি এই রেকর্ড ভেঙে দেন।

এই রেকর্ডে অধিনায়ক হিসেবে ৫৪ ইনিংসে ১১০ ছক্কা হাঁকিয়ে বর্তমানে ওয়াসিম সবার ওপরে অবস্থান করছেন। গতরাতের ম্যাচে ৬টি ছক্কা মেরে ৬২ ইনিংসে ১০৫ ছক্কা হাঁকানো রোহিত শর্মাকে পেছনে ফেলেন তিনি।

তবে, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখনো রোহিতের হাতেই আছে। তিনি ১৫৯ ম্যাচে ২০৫টি ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

এই তালিকায় সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের অবস্থান দ্বিতীয়তে। তিনি ৮০টি ম্যাচে ১৭৬টি ছক্কা হাঁকিয়েছেন।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছ্ক্কা হাঁকানোর ম্যাচে ওয়াসিম ৩৭ বলে ৬৭ রান করেন। যেখানে ৬টি ছক্কা ও ৪টি চারের মার ছিল। মোহাম্মদ ওয়াসিমের এমন দারুণ ইনিংসের পরও তার দল ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানের কাছে ৩৮ রানে হেরেছে।