ঘোচাতে চলছে দুই যুগের অপেক্ষা। ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। অবিশ্বাস্য কিছু না ঘটলে আগামীকালই (বুধবার) শেষ হবে এই আনুষ্ঠানিকতা।
গোয়াহাটি টেস্ট যে পথে হাঁটছে, নতুন ইতিহাস রচনা কঠিন কিছু নয় দক্ষিণ আফ্রিকার জন্য। স্বাগতিক ভারতকে সিরিজ হার এড়াতে হলে শেষ দিনে ৫২২ রান প্রয়োজন। হাতে আছে মাত্র ৮ উইকেট।
টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। জিততে হলে এই রেকর্ড তো ভাঙতেই হবে, সাথে আরো যোগ করতে হবে ১৩১ রান। অর্থাৎ ভারতকে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
যা তাড়া করতে নেমে ২ উইকেটে ২৭ রান তুলে মঙ্গলবার চতুর্থ দিন শেষ করেছে ভারত। আউট হয়ে গেছেন যশস্বী জয়সোয়াল (১৩) ও লোকেশ রাহুল (৬)। অর্থাৎ শেষ দিনে ম্যাচ বাঁচাতে হলেও কঠিন পথ পাড়ি দিতে হবে স্বাগতিকদের।
প্রথম ইনিংসের বড় লিডই প্রোটিয়াদের এগিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪৮৯ রান, যেখানে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। ২৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা আরো করেছে ৫ উইকেটে ২৬০ রান।
বিনা উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করে আজ প্রায় ৭০ ওভার ব্যাট করেছে প্রোটিয়ারা। রায়ান রিকেল্টন (৩৫) ও এইডেন মার্করাম (২৯) ইনিংস বড় করতে না পারলেও ট্রিস্টান স্টাবস হাল ধরেন দলের।
স্টাবস ৯৪ রান নিয়ে আউট হলেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাঝে টনি ডি জর্জে ৪৯ রানে আউট হন। আর ওয়েইন মুল্ডার অপরাজিত থাকেন ৩৫ রানে। ভারতের ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।



