নিজেদের ঘরের মাঠে কখনো ১৬৬ রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। ফলে জিততে হলে আজ রেকর্ড গড়তে হবে লিটন দাস-সাইফ হাসানদের। করতে হবে ১৭১ রান।
সেই পথে বেশ দাপটের সাথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুরুর দিকে তানজিদ তামিম (৭) রান আউট হয়ে ফিরলেও তার কোনো প্রভাব পড়তে দেননি লিটন দাস ও পারভেজ ইমন।
দু’জনে মিলে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে যোগ করেন ৬৬ রান। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেটে ৮৩। জয়ের জন্য শেষ ৬৬ বলে চাই ৮৮ রান।
পারভেজ ইমন হাঁটছেন ফিফটির পথে, ব্যাট করছেন ২৫ বলে ৪২ রানে। সাথে বাংলাদেশ অধিনায়ক আছেন ২৪ রান নিয়ে।
উল্লেখ্য, প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ দাঁড়িয়ে খাদের কিনারে, পা ফসকালেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। এমতাবস্থায় টস ভাগ্য সায় দেয়নি। শনিবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা।
তবে ভালো শুরু পেলেও ৫ উইকেটে ১৭০ রানে শেষ হয় তাদের ইনিংস। শেখ মেহেদী নেন ৩ উইকেট।



