ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না লম্বা সময় ধরে। কেবল কেনো টুর্নামেন্টেই দেখা হয় দুই দলের মাঝে। তবে কমতি থাকে না রোমাঞ্চের। তেমনি রোমাঞ্চের স্বাদ দিতে আজ মুখোমুখি হয়েছে দুই দল।
প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপে শুভসূচনা করেছে উভয় চিরপ্রতিদ্বন্দ্বীই। আজ রোববার দ্বিতীয় ম্যাচে দেখা হয়েছে তাদের। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তানের। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে দুই দলের শুরুটা হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দেয়ার পর ৪.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। অপরদিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে শুরুটা ভালো হয়েছে পাকিস্তানেরও।
দুই দলের কেউই প্রথম ম্যাচের একাদশে পরিবর্তন আনেনি। ফলে ভারতের বিপক্ষেও খেলা হচ্ছে না হারিস রউফের।
এদিকে পেহেলগাম ঘটনার পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ফলে বাড়তি উত্তেজনা থাকবে নিশ্চিতভাবেই। দুই দেশই চাইবে একে অপরকে হারিয়ে ‘সম্মান’ ধরে রাখতে।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, আগা সালমান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।