শুরু থেকেই ওয়ানডে মেজাজে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। একই রূপে থেকে তুলে নিলেন সেঞ্চুরিও। যা টেস্টে তার অষ্টম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে বড় পুঁজির পথে টাইগাররা।
বৃহস্পতিবার দিনের শুরুটা হয়েছিল হোচট খেয়ে। থিতু হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দু’জনেই ফিরেছেন আক্ষেপ নিয়ে। দ্বি-শতক পাওয়া হয়নি জয়ের (১৭১), সেঞ্চুরি মিস করেন মুমিনুল (৮২)।
শুরুর সেই ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি বাংলাদেশ। হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে নিয়ে গড়েন ১০৩ বলে ৭৯ রানের জুটি।
মুশফিক ২৩ রানে আটকে গেলেও শান্ত এগিয়ে যান শতকের দিকে। সাথে পান লিটন দাসকে। দু’জনে পাল্লা দিয়ে বাড়াতে থাকেন রান। লিটন ৬৬ বলে ৬০ রান করে আউট হন। শান্ত সেঞ্চুরি উদযাপন করেন মেহেদী মিরাজের সাথে।
১১২ বলে তিন অঙ্কে পৌঁছানোর পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি। সেঞ্চুরি করার এক বল পরই এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন নাজমুল। ম্যাকব্রাইনের বলে ফিরেছেন ঠিক ১০০ রান করে।
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ ওভারে ৭ উইকেটে ৫৬২। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ রানে। মাঠে আছেন হাসান মাহমুদ ও হাসান মুরাদ।



