পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে পাত্তাই দেয়নি ফাতিমা সানাদের। তবে সেই জয় এখন অতীত, আজ নতুন চ্যালেঞ্জের সামনে টাইগ্রেসরা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিপরীতে এ নিয়ে মাত্র দু’বার ওয়ানডের বিশ্বমঞ্চে কোয়ালিফায়ার করতে পেরেছে লাল-সবুজ দল। ফলে অভিজ্ঞতা ও শক্তিমত্তায় ঢের এগিয়ে থ্রি লায়ন্সরা।
মুখোমুখি দেখায় পরিসংখ্যানেও এগিয়ে ইংলিশরা। ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা।
এছাড়া টি-টোয়েন্টিতে দেখা হয়েছে চারবার। চার দেখায় চারবারই ইংলিশদের কাছে সবই হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে আজকের লড়াই তাই মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য।
যদিও টাইগ্রেস অধিনায়কের আত্মবিশ্বাস তঙ্গে। নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। আমরা কিছু পরিসংখ্যান দেখেছি, কিছু হিসাব-নিকাশ করেছি। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মতোই খেলতে চাই। আমরা তাদের নাম দিয়ে বিবেচনা করতে চাই না।’
জ্যোতি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ যেখানে আমরা আমাদের সক্ষমতা দেখাতে পারি। সবসময়ই বলে আসছি, আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। এমনকি ভালো দলের বিপক্ষেও খুব একটা খেলা হয় না।’
‘এখানে আমাদের একটা ঘাটতি ছিল। তবে ২০২২ সালের পর এফটিপিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অন্তর্ভুক্ত হই এবং এরপর ঘরে-বাইরে অনেক ভালো দলের বিপক্ষে সিরিজ খেলেছি।’
বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তানকে হারিয়ে। আর ইংলিশরা গুঁড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ম্যাচটি জেতে ১০ উইকেট ও ২১৫ বল হাতে রেখে।
অবশ্য গুয়াহাটির বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে স্পিনাররা সহায়তা পাবেন। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে স্পিনারদের দাপট। ফলে কিছুটা সুবিধা পাবে টাইগ্রেসরা।
বাংলাদেশ নারী দলের স্কোয়াডে বোলার ও অলরাউন্ড ক্যাটাগরি মিলে সাতজন স্পিনার আছেন। আজ তাদের কয়েকজন জ্বলে উঠলে অসম্ভব সম্ভব করা খুব একটা কঠিন হবে না।