সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। তবে নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে না আসিফ আকবরদের, ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন তিনিসহ মোট ছয়জন। তারা সবাই জেলা ও বিভাগের প্রতিনিধি। ক্যাটাগরি ২ ও ক্যাটাগরি ৩ থেকে কেউ নেই এই তালিকায়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিরা। খুলনা বিভাগ থেকে আগেই নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান।
বরিশাল থেকে শাখাওয়াত হোসেন ও সিলেট থেকে রাহাত সামস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম থেকে সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী নিশ্চিত করেছেন পরিচালক পদ।
এবারের বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রার্থী ছিলেন। তবে আজ শেষ দিনে এসে ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। অন্যদিকে একজনের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন।
ফলে মোট প্রার্থীর সংখ্যা নেমে এসেছে ৩৩-এ। যেখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন। অর্থাৎ পরিচালকের ২৫ পদের বাকি ১৯টির জন্য লড়াই করবেন এখন মোট ২৭ জন।
যেখানে সবচেয়ে সহজ লড়াই হবে ক্লাব ক্যাটাগরিতে। একদিন আগেও যেই ক্যাটাগরিকে ভাবা হচ্ছিলো সবচেয়ে চ্যালেঞ্জিং, সেখান থেকে হঠাৎ বদলে গেছে সব। যেখানে সবচেয়ে বড় ভূমিকা আদালতে।
আদালতের নিষেধাজ্ঞায় প্রার্থীতা বাতিল হয়েছে ১৫ ক্লাবের। আর শেষ দিনে এসে ক্লাব ক্যাটাগরির একযোগে ১২ প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এখন ক্লাব ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র ১৬ প্রার্থী, যেখান থেকে নির্বাচিত হবেন ১২ জন।