বিপিএল শুরুর আগে ভীষণ চাপে বিসিবি। একের পর এক বিতর্কিত কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। চট্টগ্রামের পর এবার নোয়াখালীকে নিয়ে দেখা দিয়েছে নাটকীয়তা।
নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন বয়কট করেছেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার সাথে রেগেমেগে সিলেটের মাঠ ছাড়েন সহকারী কোচ তালহা জুবায়েরও।
জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি এবং টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই অনুশীলন বয়কট করেছেন নোয়াখালীর এই দুই কোচ। সিএনজিচালিত অটোরিক্সায় চড়ে মাঠ ছাড়েন তারা।
যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই এবারের বিপিএল করব না।’ পরে খালেদ মাহমুদ এটাও জানান, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না।
জানা গেছে, ইতোমধ্যে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই দুই কোচ। কেটে ফেলেছেন বিমানের টিকিটও।
ঠিক কী কারণে তারা মাঠ ছাড়লেন, তা এখনো জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হলে হয়তো চট্টগ্রামের মতো নোয়াখালীর দায়িত্বও নিতে হতে পারে বিসিবির।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি ‘আত্মসমর্পণ’ করার পর দলটির দায়িত্ব নেয় বিসিবি।


