আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতের বদলে ভিন্ন ভেন্যুতে খেলতে চায় টাইগাররা। আইসিসিকে ইতোমধ্যে এই বিষয়ে জানিয়ে দিয়েছে বিসিবি।
এখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ। তবে শোনা যাচ্ছে বাংলাদেশের দাবিটি ইতিবাচক চোখেই দেখছে আইসিসি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হবে, তা সময়ই বলবে।
বাংলাদেশ দলের পাশাপাশি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাওয়ার কথা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের। যদিও বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেনি আইসিসি।
বাংলাদেশ থেকে আইসিসির একমাত্র এলিট প্যানেলের আম্পায়ার তিনি। যার কারণে বৈশ্বিক এ মঞ্চে তার আম্পায়ারিং প্যানেলে থাকার সম্ভাবনাই বেশি। তবে এমন সময়ে প্রশ্ন উঠছে তার নিরাপত্তা নিয়েও।
নিরাপত্তা ইস্যুতে যেহেতু বাংলাদেশ দল ভারতে যেতে চাচ্ছে না। প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে সৈকত কি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে ভারতে যাবেন? এমন প্রশ্ন উঠেছে দেশের ক্রীড়াঙ্গনে।
তবে এই বিষয়ে সকল সিদ্ধান্ত সৈকতের হাতেই ছেড়ে দিচ্ছে বিসিবি। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এক গণমাধ্যমকে জানান, ‘যাওয়া না যাওয়া যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সৈকতকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি ভারতে যাবেন কি না। কারণ, তিনি আইসিসির সাথে চুক্তিবদ্ধ। আইসিসি যদি চায়, বিসিবির সেখানে করার কিছু নেই।’
এদিকে জানা গেছে- বিশ্বকাপের আগেই সৈকতের ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ভারত-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকায় থাকতে পারেন বাংলাদেশের এ আম্পায়ার।



