ইংল্যান্ডের বিপক্ষে সবদিক থেকে ঢের পিছিয়ে থাকলেও ভালো কিছু করতে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি, ৪৯.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। তবে এই সংগ্রহ নিয়েই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগ্রেসরা।
নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধসের মুখে পড়ে টাইগ্রেসরা, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে দুই জয়ের নায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুবিয়া হায়দারকে এদিন থিতু হতেই দেয়নি ইংলিশরা, ৫.৩ ওভারে ২৫ রানের ভেতর ফেরেন তারা। রুবিয়া ৪ ও জ্যোতি ফেরেন কোনো রান না করেই।
ভালো খেলতে থাকা শারমিন আক্তার ইনিংস বড় করতে পারেননি। ১৫.৩ ওভারে ৫২ বলে ৩০ করে আউট হন তিনি। দলীয় রান তিন অঙ্কে যাবার আগে আউট হন স্বর্ণা আক্তারও (১০)। তবে একপ্রান্ত ধরে খেলতে থাকেন সোবহানা।
তাকে রেখেই একে একে আউট হন রিতু মনি (৫), ফাহমিদা খাতুন (৭) ও নাহিদা আক্তার (১)। ৪৩ ওভারে ১৩০ রানে ৭ উইকেট হারায় দল। তবে এর মাঝেই ৯০ বলে ফিফটি তুলে নেন সোবহানা।
সোবহানার একক লড়াই শেষ হয় ৪৬.৫ ওভারে। ১০৮ বলে ৬০ রানে আউট হন তিনি। তবে এটাই বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা ইনিংস, গত বিশ্বকাপে সর্বোচ্চ ৭১ রান করেছিলেন ফারজানা।
বাংলাদেশের রান দেড় শ’ পেরোতে বড় ভূমিকা রাখেন রাবেয়া খান। ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো এক ইনিংস উপহার দেন তিনি। যেখানে ছিল ৬ চার ও ১ ছয়।
তবে অন্যপ্রান্ত থেকে সবাই আউট হয়ে যাওয়ায় ৪৯.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সেরা সংগ্রহ। সর্বোচ্চ ২৩৪/৭ রান এসেছিল গত বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে।
এদিকে ইংল্যান্ডের হয়ে সোফি ২৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া জোড়া উইকেট করে নেন লিন্সে স্মিথ, চার্লি ডিন ও এলিস ক্যাপ্সি।