ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা ব্যর্থতায় দেয়ালে যেন পিঠ ঠেঠেকে যাওয়ার অবস্থা। ১৯ বছর পর র্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে টাইগাররা। আছে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়েও আছে শঙ্কা।
শঙ্কাটা আরো ঘনীভূত হয়েছে আফগানিস্তানের কাছে সিরিজের হেরে। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৪ উইকেটে হেরে যায় মিরাজ বাহিনী। তাতে ভীষণ চাপে পড়ে গেছে টাইগাররা।
৭৭ পয়েন্ট নিয়ে এই সিরিজ শুরু করে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে জিততে পারলে ৫ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল মিরাজদের সামনে, সুযোগ র্যাঙ্কিংয়ের আটে উঠে যাবার। তবে এখন আর সেই আশা পূরণ হচ্ছে না।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে সেই বছর ৩১ মার্চের মাঝে সেরা নয়ে উঠতে হবে টাইগারদের। তবে সেই ইচ্ছে আপাতত পূরন হচ্ছে না। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে বাড়ছে অপেক্ষা। তবে অপেক্ষা বাড়লেও আত্মবিশ্বাসী তানজিম সাকিব।
বাংলাদেশ দলের এই পেসার মনে করেন বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মানায় না। তবে অতীত ভুলে তার লক্ষ্য আপাতত বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাওয়া।
শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। সিরিজে ফিরতে হলে যেখানে জয়ের বিকল্প নেই টাইগারদের। মাঠে নামার আগে শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে তানজিম সাকিব বলেন-
‘আমাদের মনে হয়, আমরা আরো উপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই। তাই আসলে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কিভাবে পরের ম্যাচগুলো জেতা যায়, সেটাতেই আমাদের লক্ষ্য।’
সাথে যোগ করেন, ‘কোয়ালিফায়ার খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না। তাই আমরা কিভাবে সরাসরি খেলতে পারি, সেটাই আমাদের মাথায় থাকা উচিত।’
সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাঁচা-মরার এই লড়াইয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তানজিম সাকিব।
তিনি বলেন, ‘জয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। শতভাগ নিয়ে নামতে হবে। আগের ম্যাচে যে ভুল করেছি, সেগুলো নিয়ে কথা বলেছি, কিভাবে ভুল শুধরে খেলা যায়। এই ম্যাচ না জিততে পারলে সিরিজ থেকে বাদ পড়ে যাব আমরা।’