শক্তি বাড়াচ্ছে রাজশাহী, দলে ভেড়ালো তামিমকে

প্লেয়ার্স ড্রাফটের আগেই দল গুছাতে শুরু করেছে রাজশাহী। সবার আগে প্রধান কোচ নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি, ভেড়াতে শুরু করেছে তারকা ক্রিকেটার। এবার তারা দলে টেনেছে তানজিদ তামিমকে।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ তামিম
তানজিদ তামিম |ইন্টারনেট

রাজশাহী শক্তি বাড়াচ্ছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই দল গুছাতে শুরু করেছে তারা। সবার আগে প্রধান কোচ নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি, ভেড়াতে শুরু করেছে তারকা ক্রিকেটার। এবার তারা দলে টেনেছে তানজিদ তামিমকে।

নানা নাটকীয়তার পর প্রাথমিক যাচাই-বাছাই আর আর্থিক স্বচ্ছতা ও কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে তারা।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে অংশ নিতে পারে ৫ থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি।

এদিকে মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দিয়েছে রাজশাহী। তাদের প্রধান কোচ হিসেবে দেখা যাবে সাবেক নির্বাচক হান্নান সরকারকে। বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটারের সাথেও আলোচনা শুরু করেছে।

পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সাথে কথা প্রায় চূড়ান্তও করে ফেলেছে দলটি। এর বাইরে একজন লঙ্কান ক্রিকেটারকে নিয়েও আলোচনা চালাচ্ছে তারা। আসবে আরো কিছু তারকা ক্রিকেটার।

দেশীয়দের মাঝে ড্রাফটের আগেই তারা দলভুক্ত করেছে চলতি বছর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তানজিদ তামিমকে। গত বছর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি।

গত মৌসুমে আসরের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন তামিম। ঢাকার জার্সিতে ৪৪ গড়ে ১৪২ স্ট্রাইকরেটে করেন ৪৮৫ রান। এবার দেখা যাক, রাজশাহীর জার্সিতে কতটা মেলে ধরতে পারেন নিজেকে।