অ্যাশেজের চেয়ে ভেট্টোরির কাছে আইপিএল গুরুত্বপূর্ণ!

১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

নয়া দিগন্ত অনলাইন
অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়া দল ছেড়ে নিলামে অংশ নেবেন ভেট্টোরি
অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়া দল ছেড়ে নিলামে অংশ নেবেন ভেট্টোরি |সংগৃহীত

চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন নিলামে যোগ দেবেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ভেট্টোরি। আবু ধাবিতে অনুষ্ঠেয় নিলামে উপস্থিত থাকতে অস্ট্রেলিয়ার (সিএ) কাছে অনুমতি চেয়েছেন তিনি। অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়া দল ছেড়ে নিলামে অংশ নেবেন ভেট্টোরি।

এমন পরিস্থিতে অনেকে প্রশ্ন করেছেন, তাহলে কি ড্যানিয়েল ভেট্টোরির কাছে অ্যাশেজ সিরিজের চেয়ে আইপিএল বেশি গুরুত্বপূর্ণ।

তবে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর হবে ১৯তম আইপিএলের নিলাম। নিলাম শেষ করে আবারো অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেবেন ভেট্টোরি। এর আগে গতবছরের নিলামে অংশ নিতেও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সে সময় ভারতের বিপক্ষে টেস্ট খেলছিল অস্ট্রেলিয়া।

১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ মৌসুমের জন্য আইপিএলের মিনি নিলামে প্রাথমিক তালিকায় নিবন্ধন করেছিল ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার। সেখান থেকে স্থানীয় ও বিদেশী কোটা মিলিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩৫০ জনের। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশী ১১০ জন।

নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়কে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশী ক্রিকেটার সুযোগ পাবে ৩১ জন।

চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটারের জায়গা হয়েছে। তারা হলেন- মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ-নাহিদ রানা-তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।