ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের

ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ৩৫ বছর বয়সী ফখর।

নয়া দিগন্ত অনলাইন
ফখর জামান
ফখর জামান |সংগৃহীত

বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। এমনকি আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না ফখর।

ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ৩৫ বছর বয়সী ফখর।

পরবর্তী সময়ে ফখরের ইনজুরি নিয়ে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ফখর ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাকে। আগামী ৪ আগস্ট দেশে ফিরে যাবেন তিনি। দেশে ফিরে পিসিবির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন ফখর।

ফখরের পরিবর্তে ওয়ানডে সিরিজের জন্য কারো নাম এখনো ঘোষণা করেনি পিসিবি। তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন খুশদিল শাহ।

আগামী ৯ আগস্ট থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সালমান আঘার দল। বাসস