ধবলধোলাই এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারার পর আজ ধবলধোলাই এড়াতে মাঠে নামছে বাংলাদেশ; টানা হারের বৃত্ত ভাঙাই এখন টাইগারদের একমাত্র লক্ষ্য।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল আজ মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে
বাংলাদেশ দল আজ মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে |সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারে বাংলাদেশ, খুঁইয়েছে সিরিজও। আছে ধবলধোলাই হওয়ার শঙ্কাও। সেই শঙ্কা মাথায় নিয়ে মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুই ম্যাচের ভেন্যু আবুধাবিতেই গড়াবে দু’দলের লড়াই। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম দুই ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। হেরেছে বড় ব্যবধানে। অবশ্য হারের চেয়েও বেশি বাজে হারের ধরন। ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছেন না মেহেদী মিরাজরা।

দলের এখন যে অবস্থা, তাতে বলা যায় ‘সর্বাঙ্গে ব্যথা।’ ওপেনার, মিডলঅর্ডার বা ফিনিশার; কেউ পারছেন না নিজ দায়িত্ব পালন করতে। ব্যাট হাতে উইকেটে টিকে থাকতেও যেন ভুলে বসেছে।

সিরিজের সর্বশেষ দুই ম্যাচে তো বটেই, ব্যাটিং দুশ্চিন্তা আরো আগে থেকেই। এ বছর খেলা ৮ ওয়ানডের কেবল একবারই পুরো ৫০ ওভার খেলতে পেরেছে টাইগাররা। আর শেষ ১৯ ম্যাচের ১৩টিতে করতে পারেনি আড়াই শ’ রানও।

যার ফলাফল সামনে স্পষ্ট। এই ১৯ ওয়ানডের ১৩টিতেই হেরেছে দল। আর সিরিজের হিসেবে শেষ ১০টি দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে বাকি ৯টিতেই।

যেখানে আফগানিস্তানের কাছেই পরপর তিনবার ওয়ানডে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। তবে আগের দুই সিরিজে একটা করে ম্যাচ জিতলেও এবার এখনো তা হয়নি। ফলে আজ হেরে গেলে লজ্জায় ডুববে বাংলাদেশ।

পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় দেখা দিয়েছে ধবলধোলাইয়ের শঙ্কা। এর আগে ওয়ানডেতে ৩২ বার ধবলধোলাই হলেও কখনো আফগানিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। এবার ঘটে গেলে তা হবে দলের জন্য বড় লজ্জা।