এবার পাকিস্তানি এসিসি সভাপতির হাত থেকে ট্রফি নিলো না ভারত

তার কাজের অনেকটাই সম্পাদন করেছেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল। তিনি ও মঞ্চে থাকা বাকি অতিথিরা তুলে দেন পুরস্কার।

নয়া দিগন্ত অনলাইন
ট্রফি ছাড়াই ভারতীয় খেলোয়াড়দের উদযাপন
ট্রফি ছাড়াই ভারতীয় খেলোয়াড়দের উদযাপন |এএফপি

বিতর্কিত কিছু ঘটবে জানাই ছিলো, হলোও তাই। ক্রিকেট ইতিহাসে লেখা হলো এক কালো অধ্যায়। খেলা শেষে প্রতিপক্ষের সাথে হাত তো মেলায়ইনি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি পাকিস্তানি হওয়ার তার হাত থেকে নেয়নি ট্রফিও।

নানা নাটকীয়তা শেষে মহসিন নাকভিকে আড়ালে রেখে শেষ পর্যন্ত তার কাজের অনেকটাই সম্পাদন করেছেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল। তিনি ও মঞ্চে থাকা বাকি অতিথিরা তুলে দেন পুরস্কার।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে গড়ায় এশিয়া কাপ ফাইনাল। যেখানে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। জমজমাট লড়াই হলেও যেখানে শেষ হাসি হাসে ম্যান ইন ব্লুরা।

তবে এরপরেই বাধে বিপত্তি। পুরস্কার বিতরণীর মঞ্চ প্রস্তুত থাকলেও দীর্ঘ সময় দেখা মেলেনি দুই দলের ক্রিকেটারদের। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পর পাকিস্তানি ক্রিকেটাররা আসেন পুরস্কার বিতরণী মঞ্চে।

তাদের হাতে ফাইনালের স্মারক তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর মহসিন নাকভিকে নিয়ে পাকিস্তানের রানার্সআপ পুরস্কারও তুলে দেন তিনি।

অন্যদিকে ভারতের হয়ে কুলদীপ যাদব মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের ও অভিষেক শর্মা টুর্নামেন্ট সেরার পুরস্কার গ্রহণ করেন। তবে মঞ্চে উঠেননি, এক কর্মকর্তা থেকে নেন ব্যক্তিগত এই পুরস্কার।

এরপরই ভারতের হাতে শিরোপা তুলে দেয়ার কথা ছিল মহসিন নাকভির। তারা সেই পুরস্কার গ্রহণ করেননি। সেই পুরস্কার অনুষ্ঠান বয়কট করে ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকা সাইমন ডুল এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এসিসি আমাকে জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এই মুহূর্তে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হলো।’

তার এই ঘোষণার পর ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন শুরু করে। নিজেদের মধ্যে এশিয়া কাপের শিরোপা জয়ের আনন্দ উপভোগ করেন দলটির ক্রিকেটাররা। ক্রিকেট ইতিহাসে যা আগে কখনো ঘটেনি।

অবশ্য খেলা গড়ানোর আগেই দেখা দেয় এই শঙ্কা। কে জিতে, কে হারে— তা নয়, বরং ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন বা রানার্সআপ ট্রফি ও মেডেল তো নিতে হবে। সেই ট্রফি ও মেডেল তুলে দেয়ার জন্য মঞ্চে থাকবেন মহসিন নাকভি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভি বর্তমান এসিসি চেয়ারম্যান। তার অন্য পরিচয় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে ভারতীয় ক্রিকেটারদের সাথেই হাত মেলায়নি ভারত, সেখানে পুরস্কার না নেয়াটাই স্বাভাবিক।