এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। দলটিকে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। দলে আছেন জাতীয় দলে খেলা তিনজন।
আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হবে তরুণ ক্রিকেটারদের এই এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচে মাঠে নামবে- ১৫, ১৭ ও ১৯ নভেম্বর। ২১ নভেম্বর আসরের দু’টি সেমিফাইনাল ও ২৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই গড়াবে কাতারের দোহায়।
রাইজিং স্টারস টি-টোয়েন্টিকে সামনে রেখে তারুণ্য নির্ভর দলই সাজিয়েছে বাংলাদেশ। মঙ্গলবারের ঘোষিত দলে আছেন উদীয়মান তারকাদের অনেকেই। ১২ সদস্যের দলে জাতীয় দলে খেলেছেন কেবল তিনজন।
ইয়াসির আলী চৌধুরী, আবু হায়দার রনির সাথে আছেন সদ্যই জাতীয় দলে খেলা মাহিদুল ইসলাম অঙ্কন। অভিজ্ঞদের মাঝে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরীও।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড :
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।



