বেঙ্গালুর পেল ২০ কোটি রুপি, টুর্নামেন্ট সেরা সূর্য কুমার

আলাদা আলাদা বিভাগে অনেক দল আর ক্রিকেটার জিতেছেন নানান পুরস্কার। পেয়েছেন তাদের ভালো পারফরম্যান্সের ফল। যেখানে সবার চেয়ে এগিয় সূর্য কুমার যাদব। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

নয়া দিগন্ত অনলাইন
সূর্য কুমার
সূর্য কুমার |ইন্টারনেট

বেঙ্গালুরুর ইতিহাস গড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আইপিএল। প্রথমবারের মতো শিরোপা জিতেছে দলটা, বিরাট কোহলি চুমু এঁকেছেন সোনালী ট্রফিটায়। ১৮ বছরের আইপিএল ইতিহাসে যা আগে কখনো ঘটেনি।

দল ভালো করার পুরস্কার হিসেবে বেঙ্গালুরু যেমন পেয়েছে চ্যাম্পিয়ন তকমা। তেমনি পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানি। ২০ কোটি রুপি পুরস্কার পেয়েছে তারা। আর রানার্সআপ হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে সাড়ে ১৩ কোটি রূপি।

এছাড়া আলাদা আলাদা বিভাগে অনেক দল আর ক্রিকেটার জিতেছেন নানান পুরস্কার। পেয়েছেন তাদের ভালো পারফরম্যান্সের ফল। যেখানে সবার চেয়ে এগিয় সূর্য কুমার যাদব। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এছাড়া আরো ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন যারা

অরেঞ্জ ক্যাপ : সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) – ৭৫৯ রান | পুরস্কার: ১০ লাখ রুপি

পার্পল ক্যাপ : প্রসিদ্ধ কৃষ্ণ (গুজরাট টাইটান্স) – ২৫ উইকেট | পুরস্কার: ১০ লাখ রুপি

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : সূর্যকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স) | পুরস্কার: ১৫ লাখ রুপি

ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট : সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) | পুরস্কার: ১০ লাখ রুপি

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন : বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) – স্ট্রাইক রেট ২০৭ | পুরস্কার: ১০ লাখ রুপি

ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন : সাই সুদর্শন | পুরস্কার: ১০ লাখ রুপি

সর্বোচ্চ ডট বল: মোহাম্মদ সিরাজ (গুজরাট টাইটান্স) ১৫১টি।

সর্বাধিক ছক্কা: নিকোলাস পুরান (লখনৌ সুপার জায়ান্টস) ৪০টি ছয় | পুরস্কার: ১০ লাখ রুপি

সর্বাধিক চার: সাই সুদর্শন – ৮৮টি চার, পুরস্কার : ১০ লাখ রুপি

সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (সানরাইজার্স) পুরস্কার : ১০ লাখ রুপি

অন্য পুরস্কার

সেরা স্টেডিয়াম : অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি | পুরস্কার: ৫০ লাখ রুপি

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : চেন্নাই সুপার কিংস

ম্যান অফ দ্য ফাইনাল : ক্রুণাল পাণ্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)