বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনো ‘অনড়’ ক্রিকেটাররা। দাবি মানা না হলে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন এ কথা জানান।
তিনি অভিযোগ করেন, বিসিবি সমস্যার সমাধান না করে সময়ক্ষেপণ করছে।
মোহাম্মদ মিঠুন বলেন, ওই পরিচালকের মন্তব্যে শুধু ক্রিকেটার নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেই অসম্মান করা হয়েছে।
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘তার বক্তব্য ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করা উচিত নয়।’
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা ‘আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে’ পারেনি এবং তাদের পেছনে ‘খরচ করা হচ্ছে’, বুধবার বিকেলে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এর কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের পক্ষ থেকে তার পদত্যাগের দাবিতে বিপিএল বর্জনের ঘোষণা আসে।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতেও কথা বলেন কোয়াব সভাপতি।
তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে কথা বলেছি আমরা। তারা সহায়তার আশ্বাস দিয়েছিল। তবে, পরিস্থিতি ক্রিটিক্যাল হয়ে যাওয়ায় মোস্তাফিজ আর ইস্যুটা বাড়াতে চায়নি।’



