নেই ৫ উইকেট, জয়ের পথ কঠিন হয়ে উঠল বাংলাদেশের

জয়ের পথটা হয়ে উঠেছে কঠিন। হারিয়ে ফেলেছে ৫ উইকেট। ফিরেছেন নুরুল হাসান সোহানও। ১৩ ওভার শেষে সংগ্রহ ৬৮/৫।

নয়া দিগন্ত অনলাইন
জয়ের পথ কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের
জয়ের পথ কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের |সংগৃহীত

লেজ বেড়িয়ে এসেছে বাংলাদেশের ইনিংসের। জয়ের পথটা হয়ে উঠেছে কঠিন। হারিয়ে ফেলেছে ৫ উইকেট। ফিরেছেন নুরুল হাসান সোহানও। ১৩ ওভার শেষে সংগ্রহ ৬৮/৫।

১৩৬ রানের সহজ লক্ষ্যটাও কঠিন হয়ে উঠে প্রথম ওভারেই। শাহিন আফ্রিদির বলে রানের খাতা খোলার আগে ফিরেন পারভেজ ইমন। ১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। চাপে পড়ে যায় বাংলাদেশ।

আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো সাইফ হাসান আজ দেখেশুনেই খেলতে থাকেন। সাথে ছিলেন তাওহীদ হৃদয়। তবে জুটি জমেনি। ৪.২ ওভারে ফেরেন হৃদয়, ১০ বলে ৫ করে শাহিনের শিকার তিনি।

চারে নামেন শেখ মেহেদী। তবে তাকে রেখেই ৫.১ ওভারে ফিরেন সাইফ। ১৫ বলে ১৮ রান করে হারিস রউফের বলে ক্যাচ দেন সাইমকে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৬/৩।

শেখ মেহেদী ও নুরুল হাসান সোহান মিলে এরপর যোগ করেন ১৭ বলে ১৫ রান। এই জুটি ভাঙেন নাওয়াজ, ১০ বলে ১১ রানে ফেরেন তিনি। সোহানের ইনিংসটাও বড় হয়নি, সাইমের বলে ফেরেন ২১ বলে মাত্র ১৬ করে।

১১.৪ ওভারে ৬৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই মুহূর্তে ১৩ ওভার শেষে রান ৬৮/৫। ৪২ বলে এখনো প্রয়োজন ৬৭ রান। শামিম ব্যাট করছেন ১৫ বলে ১৬ রানে।