শততম টেস্টটা রাঙাতে চলেছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যে থিতু হয়ে গেছেন মাঠে, খেলে ফেলেছেন ১০৮ বল। ৪৮ রানে অপরাজিত থেকে গিয়েছেন চা বিরতিতে। ৬২ রান নিয়ে তার সাথে আছেন মুমিনুল হক।
বুধবার (১৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি, প্রথম সেশনে ১০০ রান তুলতেই হারায় ৩ উইকেট
এদিকে এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে মাঠে নামেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে অনন্য এই কীর্তি গড়েন তিনি। শততম টেস্টে মুশফিকের জন্য রাখা হয় বিশেষ আয়োজন।
সব আনুষ্ঠানিকতা শেষে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরিয়ে যায় বাংলাদেশ। যখন মনে হচ্ছিলো ভালো কিছু হতে যাচ্ছে, তখন ভাঙে জুটি। ৪৪ বলে ৩৫ রান নিয়ে থামেন সাদমান ইসলাম।
ইনিংস বড় হয়নি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়েরও। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রেখে ম্যাকব্রিনের শিকার হন তিনি। আউট হন ৮৬ বলে ৩৪ রান করে।
অধিনায়ক শান্তও এরপর বেশিক্ষণ মাঠে থাকেননি, ১১ বলে ৮ রান করে ম্যাকব্রিনেরই শিকার তিনি। ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আর ৫ রান যোগ করে মধ্যাহ্নভোজের জন্য মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আর কোনো ভুল করেনি বাংলাদেশ। মুমিনুল হককে সাথে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন মুশফিকুর রহিম। আর কোনো উইকেট না হারিয়ে এই সেশনে যোগ করেন ৯২ রান।
ইতোমধ্যে দুজনের জুটি পৌঁছেছে ৯৭ রানে। যদিও জুটি ভাঙার সুযোগ পেয়েছিল আইরিশরা। ব্যক্তিগত ২৩ রানে জীবন পান মুমিনুল। ব্যক্তিগত ২২ রানে জীবন পেয়েছেন মুশফিকও।
অভিষিক্ত লেগ স্পিনার গ্যাভিন হোয়ের বল মুশফিকের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লরকান টাকারের কাছে যায়। তবে সেটি গ্লাভসে আটকে রাখতে পারেননি টাকার। ফলে এখনো অবিচ্ছিন্ন আছে জুটি।



