বিশ্বকাপে যেমন হবে পাকিস্তানের টি-২০ দল

কয়েক দিন পর শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। দু’দেশ মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান দল
পাকিস্তান দল |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

এশিয়া কাপে ভারতের কাছে হারের পর বাবর আজম, আবদুল সামাদ, উসমান খান, নাসিম শাহকে ২০ ওভারের ক্রিকেটের দলে ফিরিয়েছে পাকিস্তান। তার সুফলও পেয়েছে তারা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ দল কেমন হবে, সেকথা জানালেন দলটির অধিনায়ক সালমান আলি আগা।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন তার বিশ্বকাপ ভাবনা নিয়েও। তিনি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলে বড় রদবদলের সম্ভাবনা নেই।

পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘আমার মতে বিশ্বকাপের আগে আমাদের টি-টোয়েন্টি দলে তেমন কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। আমার মতে, এখনকার দলের সাথে বিশ্বকাপের দলের খুব পার্থক্য থাকবে না। দলের প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়েছে। এই পদ্ধতিতে আমরা দল হিসেবে এগিয়ে চলেছি।’

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টকে সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে দলে বড় কোনো পরিবর্তনের পক্ষে আমি নই। এই দলের একটা বোঝাপড়া তৈরি হয়েছে। বিশ্বকাপের আগে আমরা আর ছয়টা টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাব। এই ম্যাচগুলোয় আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই কয়টা ম্যাচে তেমন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘গত ছয় মাস ধরে এই দলটা খেলছে। ফলাফল আসতে শুরু করেছে। এখন পরিবর্তন ঠিক হবে না। আমরা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। তারপর আমাদের লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। পর পর দুটি বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন। ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে আমার থেকে খুশি কেউ হবে না।’

কয়েক দিন পর শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। দু’দেশ মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ।

সালমানের মতে এই সফরে তারা লাভবান হবেন। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটাররা শ্রীলঙ্কার পিচ সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। বিশ্বকাপের আগে আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরাও অভিজ্ঞতা অর্জন করব। আমরা ঠিক পথেই এগোচ্ছি। তবে কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। আমরা পাকিস্তানের এই দলটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গায় সমর্থকেরা প্রত্যাশা করেন।’