খবর আগেই রটেছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিলো আইসিসি। বাংলাদেশকে ছাড়াই মাঠে গড়াচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে এবারের বিশ্বকাপে।
শনিবার (২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফলে আনুষ্ঠানিকভাবে শেষ বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন।
বিবৃতিতে আইসিসি বলেছে, ‘প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর প্রতিদ্বন্দ্বিতা করবে না।’
এরপর স্কটল্যান্ডকে স্বাগতম জানিয়ে আইসিসি বলে, ‘বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সাথে যোগ দেবে।’
মূলত নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা। তবে আইসিসির সহযোগিতা পায়নি বিসিবি।
উল্টো ভারতে বাংলাদেশ দলের কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে দাবি করে আইসিসি। এমনকি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজনেও তারা প্রস্তুত বলে জানায়। বিবৃতেও সেই একই কথা বলল আইসিসি।
আইসিসি বলেছে, ‘বাংলাদেশের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কা টুর্নামেন্টটির সহ-আয়োজক, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে।’
আইসিসি বলছে, ‘স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছিল অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধগুলো পূরণ করা সম্ভব নয়। তাই এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’



