নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারল বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের সাথে ১০০ রানে হেরেছে বাংলাদেশ। গুয়াহাটিতে শুক্রবার আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রানে তুলে নিউজিল্যান্ড। জবাবে ৩৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে বাংলাদেশের হার
নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে বাংলাদেশের হার |সংগৃহীত

আগের ম্যাচে তবুও লড়াই করেছিল ইংল্যান্ডের সাথে, হেরে গেলেও রেখেছিল প্রভাব। তবে নিউজিল্যান্ডের সাথে পাত্তাই পেল না টাইগ্রেসরা, টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপে ভারি হলো ব্যর্থতার পাল্লা।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের সাথে ১০০ রানে হেরেছে বাংলাদেশ। গুয়াহাটিতে শুক্রবার আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রানে তুলে নিউজিল্যান্ড। জবাবে ৩৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।

রান তাড়ায় ভয়াবহ ব্যাটিং ধসে পড়ে বাংলার মেয়েরা। ১৪ ওভারে মাত্র ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। কেউ পারেননি দুই অঙ্কের ঘরে যেতে। ১৯ বলে ৪ রান করেন রুবিয়া, সমান রান করতে ২৮ বল খেলেন নিগার সুলতানা।

এই যখন অবস্থা তখন ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার মিলে দলে পাড় করান ৫০ রানের গণ্ডি। নাহিদা আউট হন ৩২ বলে ১৭ রানে। এরপর রাবেয়া খানকে নিয়ে দলের রান ১১০ পর্যন্ত পৌঁছান ফাহিমা।

রাবেয়া ৩৯ বলে ২৫ রানে আউট হন। তাতে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৭ রান নাগাদ দলকে টানতে পারেন ফাহিমা, শেষ ব্যাটার হিসেবে আউট হন ৮০ বকে ৩৪ রানে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৫ রান থেকে ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারায় কিইউরা। সুজি বেটস রান আউট হন ৩৩ বলে ২৯ করে।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১২ রান যোগ করেন সুফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। ১৫০ রানের মাথায় ১০৪ বলে ৬৯ রান করা হ্যালিডেকে থামান ফাহিমা খাতুন।

৮৫ বলে ৬৩ রান করেন ডিভাইনকে ৪৩.৪ ওভারে ১৭৯ রানে থামান নিশিতা আক্তার। এরপর ফের ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ ২৭ রান তুলতে আরো ৪ উইকেট তুলে নেন বোলাররা। মেডি গ্রিনের ২৫ কেবল বলার মতো স্কোর।

ইংলিশদের নয়টি উইকেট শিকারের পথে রাবেয়া খান তিনটি ও একটি করে উইকেট নেন নাহিদা, মারুফা, নিশিতা নিশি ও ফাহিমা খাতুন।