শাহিন আফ্রিদির বদলি খেলেয়োড়ের নাম ঘোষণা

পিএসএল ও বিবিএলের পাশাপাশি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায়ও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে তিনি ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিগ ব্যাশে শাহিন আফ্রিদি
বিগ ব্যাশে শাহিন আফ্রিদি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

চোটগ্রস্থ শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে বিগ ব্যাশ লিগের (বিবিএল) বাকি সময়ের জন্য আরেক পাকিস্তানি ফাস্ট বোলার জামান খানকে আন্তর্জাতিক বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ব্রিসবেন হিট।

ডানহাতি এই পেসার শনিবার বিকেলে গ্যাবায় তার সাবেক দল সিডনি থান্ডারের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলতে পারবেন। বিবিএল টেকনিক্যাল কমিটির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই তার খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে।

জামান খান এর আগে বিবিএল’র ১৩তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন। ওই আসরে তিনি চারটি ম্যাচে অংশ নিয়ে ১৬.৩৮ গড়ে আটটি উইকেট শিকার করেন। এরপর তিনি পাকিস্তানের হয়ে ১০টি টি-২০ ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদির অধীনে খেলা ২৪ বছর বয়সী জামান সম্প্রতি আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন। ওই প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন।

পিএসএল ও বিবিএলের পাশাপাশি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায়ও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে তিনি ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন।

ব্রিসবেন হিটের প্রধান কোচ ইয়োহান বোথা জামান খানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি দলের বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করবেন। নতুন বল হাতে তিনি প্রকৃত উইকেট শিকারি, আবার নিজের ভিন্নতা ও গতির মাধ্যমে একটি ওভারও নিয়ন্ত্রণে রাখতে পারেন। তিনি আমাদের বোলিং আক্রমণের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ক্যারিয়ারের শুরুতেই জামান প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এবং তিনি ক্রমাগত নিজের খেলায় উন্নতি করে চলেছেন।