‘আইএমজি’ বিপিএলের দায়িত্ব নিতে আবেদন করার পর থেকেই নড়েচড়ে বসে দেশের ক্রিকেট। আর শেষ পর্যন্ত বিপিএলের ভাগ্য বদলাতে এই স্পোর্টস মার্কেটিং গ্রুপকেই বেছে নিয়েছে বিসিবি।
বিপিএল নিয়ে এবার বেশ সিরিয়াস ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট আয়োজনে যে নতুনত্ব আসছে এই খবর আগেই জানা গিয়েছিল। একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজ করছিল বিসিবি। দিয়েছিল বিজ্ঞপ্তি।
সেই আহ্বানে সাড়া দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বিপিএলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। যার মাঝ থেকে নানা বিচার-বিশ্লেষণ আর ইতিহাস ঘেঁটে যুক্তরাষ্ট্রের আইএমজিতেই ভরসা রাখলো তারা।
ক্রিকেট দুনিয়ায় সেরা ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে শুরু থেকেই কাজ করেছে আইএমজি। ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৩টি আইপিএল আসর আয়োজন করেছে তারা।
তা ছাড়া বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের কাঠামো, ইভেন্ট ব্যবস্থাপনা ও সম্প্রচার রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা। বিপিএলের দায়িত্ব পেতেও তাই এগিয়ে ছিল গ্রুপটি।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নানা সূত্র ধরে ক্রিকেট পাড়ায় বিষয়টা রটে গেছে আগেই। জানা গেছে- আইএমজির সাথে বিসিবির দীর্ঘ মেয়াদি চুক্তি হতে পারে। আজ-কালের মাঝে আসতে পারে এই সম্পর্কিত বিস্তারিত ঘোষণা।
উল্লেখ্য যে- ফিফা, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ বর্তমানে আইএমজির পার্টনার। এটিপি, এমএলএস, এনবিএ, এনএফএল, অলিম্পিক, মটো জিপি, ইউএফসি, ইউএস ওপেন, উইম্বলডন, এমনকি রিয়াল মাদ্রিদের মতো রয়্যাল ফুটবল ক্লাবও তাদের সার্ভিস নিচ্ছে।