ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একসময় নিয়মিত মুখ সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন ৮ মৌসুম, ২০১২ ও২০১৪ সালে জিতেন শিরোপাও। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়েও।
তবে বিগত কিছু আসরে নানা কারণে খেলা হয়নি সাকিব আল হাসানের। আইপিএলে শেষ মাঠে নেমেছিলেন ২০২১ আসরের ফাইনালে। তবে ফের আইপিএলে ফেরার উপলক্ষ পেয়েছেন তিনি।
আইপিএলের আগামী আসরের মিনি অকশনে আছেন সাকিব আল হাসান। ১৩ পৃষ্ঠার লম্বা নিলাম তালিকায় বাংলাদেশ থেকে আছেন সাকিব ছাড়া আর কেবল একজন, মোস্তাফিজুর রহমান।
আইপিএলে মোস্তাফিজও পুরনো মুখ। ২০১৬ সালে বিস্ময়কর অভিষেকের পর ৭টি আসর খেলে ফেলেছেন এই বাঁহাতি পেসার। গত আসরেও খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। যদিও এবার দলটি ছেড়ে দিয়েছে তাকে।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে এবারের নিলাম। যেখানে উঠবে ১ হাজার ৩৫৫ জন খেলোয়াড়ের নাম। বিভিন্ন ক্যাটাগরিতে এবারের নিলামে থাকছেন ১৪টি দেশের ক্রিকেটাররা। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্যে থাকবেন ৪৩ জন।
যাদের মাঝে আছেন মোস্তাফিজও। তার নিলাম শুরু হবে ২ কোটি রুপি থেকে। অন্যদিকে ক্যারিয়ারের সায়াহ্নে থাকা সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রূপি।



